দোহারের আমার শোনা প্রথম গানটা হলো "আমার মুক্তি আলোয় আলোয়"। এর আগেই শুনেছিলাম "পাগলা হাওয়ার বাদল দিনে", কিন্তু তখন জানতাম না যে এটা দোহারের গান। এরপর খুজে খুজে দোহারের গান শোনা শুরু। তখন রবীন্দ্রসঙ্গীতের ভুতটা ভালোই চেপে ধরেছে, ফোক এর পোকা মাথায় ঢোকা শুরু করেছে মাত্র। একে একে দোহারের লাইভ শো, কালিকাপ্রসাদের সাক্ষাৎকার দেখি আর আশ্চর্য হই, এই লোকটা এত কিছু জানলো কীভাবে...
কিছু মানুষ থাকে, এদের কথাবার্তা, আচার আচরন দেখেই আন্দাজ করা যায় এরা অন্য লেভেলের মানুষ। কালিকাপ্রসাদ ছিলেন এরকম একজন লোক। লোকগান, আঞ্চলিক গান, এমনকি রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি রীতিমত গবেষনা করে গেছেন। তুলে এনেছেন না জানা অনেক কথা।রবীন্দ্রনাথ, লালন থেকে শুরু করে শাহনুর, শিতালং, শেখ ভানু, রাধারমন, আরকুম শাহ, হাসন রাজা, রশিদউদ্দিন, উকিল মুন্সি, দূরবীন শাহ, আব্দুল করিম— সকলেরই গান গাইতেন তিনি। শেষ কয়দিন "সা রে গা মা পা" অনুষ্ঠানে উনার অবদান ছিল অবিশ্বাস্য। দোহার গানের দলটার প্রতি মনে এক আলাদা যায়গা গড়ে ওঠে, ওঠাটাই স্বাভাবিক, এদের গান, পরিবেশনা এমনকি পোশাক আশাক ও ছিল মন কাড়া, এদের মধ্যে ছিল অতুলনীয় এক স্ফূর্তি। দুইদিন হল "ভুবন মাঝি" সিনেমার জন্য দোহারের করা "আমি তোমারি নাম গাই" গানটা শুনতেই আছি, আর এর মধ্যেই ঘটে গেল অবিশ্বাস্য এই দুর্ঘটনা।
Kalikaprasad Bhattacharjee'র জন্য অপরিসীম শ্রদ্ধা।
কালিকা'দার মৃত্যুতে দুই বাংলা হারালো এক পরিপূর্ণ শিল্পী, সঙ্গীতজ্ঞ ও পথপ্রদর্শক কে। লোকটাকে আমরা ভালোভাবে চিনতেও পারলাম না, তার আগেই প্রান টা গেল। কি ক্ষতি হল তা বুঝতে হয়ত আরো কয়েক বছর লাগবে।
কিছু মানুষ থাকে, এদের কথাবার্তা, আচার আচরন দেখেই আন্দাজ করা যায় এরা অন্য লেভেলের মানুষ। কালিকাপ্রসাদ ছিলেন এরকম একজন লোক। লোকগান, আঞ্চলিক গান, এমনকি রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি রীতিমত গবেষনা করে গেছেন। তুলে এনেছেন না জানা অনেক কথা।রবীন্দ্রনাথ, লালন থেকে শুরু করে শাহনুর, শিতালং, শেখ ভানু, রাধারমন, আরকুম শাহ, হাসন রাজা, রশিদউদ্দিন, উকিল মুন্সি, দূরবীন শাহ, আব্দুল করিম— সকলেরই গান গাইতেন তিনি। শেষ কয়দিন "সা রে গা মা পা" অনুষ্ঠানে উনার অবদান ছিল অবিশ্বাস্য। দোহার গানের দলটার প্রতি মনে এক আলাদা যায়গা গড়ে ওঠে, ওঠাটাই স্বাভাবিক, এদের গান, পরিবেশনা এমনকি পোশাক আশাক ও ছিল মন কাড়া, এদের মধ্যে ছিল অতুলনীয় এক স্ফূর্তি। দুইদিন হল "ভুবন মাঝি" সিনেমার জন্য দোহারের করা "আমি তোমারি নাম গাই" গানটা শুনতেই আছি, আর এর মধ্যেই ঘটে গেল অবিশ্বাস্য এই দুর্ঘটনা।
Kalikaprasad Bhattacharjee'র জন্য অপরিসীম শ্রদ্ধা।
কালিকা'দার মৃত্যুতে দুই বাংলা হারালো এক পরিপূর্ণ শিল্পী, সঙ্গীতজ্ঞ ও পথপ্রদর্শক কে। লোকটাকে আমরা ভালোভাবে চিনতেও পারলাম না, তার আগেই প্রান টা গেল। কি ক্ষতি হল তা বুঝতে হয়ত আরো কয়েক বছর লাগবে।