Pages

Wednesday, December 17, 2014

সহস্র পতাকা

“বুকের ভেতর ঘুমিয়ে থাকা মুক্তি-রা পাক চেতন
বিশ্ববাসী দেখবে চেয়ে লাল সবুজের কেতন”

সবার একান্ত সহযোগিতায় সফলভাবে শেষ হল “সহস্র পতাকা”
১০০০ টি পতাকা আমরা ছড়িয়ে দিলাম শহরজুড়ে।

যেসব মানুষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ-

অন্তু, রুদ্র, আকিব, মিশা, অনুপম দা, অর্ণ, রেনলি, তাশফি, আনান, অঙ্গন, প্রীতম, কুশল ভাই, শুভ, আহিতা, রাকিব, লগ্ন, প্রত্যয়, পুলক, মাঈশা, আশিক, আশিক, রনো, মুন ভাই, সেতু, সেতু, সজীব, তমাল, মাশা, রিতু, ইফতি, কান্তি, শাকিক, স্বচ্ছ, রুপু, মম, মোহন, জামি ভাই, টনি ভাই, রুপন্তি, শোভিক, সুমন দা, সোহাগ ভাই, লিও মামা, রানা স্যার, সালাম স্যার, টোভেল স্যার, আলী স্যার, ফারুক স্যার, টিটন স্যার, মাসুদ স্যার, শামীমা খালা, মাশরুর ভাই, সাগর স্যার, পিটার স্যার, রয়্যাল স্যার, অভ্র, নেহাল, আকিব, অন্তু, অধ্যায়, মুগ্ধ, সৌমিক, রাফি, ফাহিম, শোভন, আকিব, বৃষ্টি, অতন্দ্রিলা, প্রজ্ঞা, তানজিলা, অমৃতা, অনন্যা, তনিমা, স্বরূপ, হিমেল, মুনিম, তুরিত

ছবি তুলেছে- আকিব, তাশফি, ফাহিম, রাফি